নগরকান্দায় সেচ্ছাসেবক লীগের ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা অডিটোরিয়াম হলে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যান সম্পাদক মেহেদী হাসান লিটু, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ উজ্জ্বল প্রসাদ কানু, রফিকুল ইসলাম রফিক, বিপুল কুমার বিশ্বাস, ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মদ রবিন সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, সাবেক চেয়ারম্যান বৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, উপজেলা সেচ্ছাসেবক লীগের শহিদুল ইসলাম, ইউনুস আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ডের উপজেলার সভাপতি, শওকত হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল মিয়া, আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।