মহান বিজয় দিবস ও শহীদ বুুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রুস্ততিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) সালাহউদ্দিন আইয়ূবী, কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজিব রায়, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, এনজিও কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় আগামী আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ বিগত দিনের মত আরও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে বলে সকলেই মতামত প্রকাশ করেন। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।