নগরকান্দায় শাহদাব আকবর লাবু চৌধুরী এমপিকে গণ- সংবর্ধনা প্রদান
1 min read
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর -২ আসনের নৌকা প্রতীক নিয়ে নব- নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে গণ- সংবর্ধনা প্রদান করেছে উপজেলার সর্বোস্তরের জনগণ।
বুধবার বিকালে সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শাহদাব আকবর লাবু চৌধুরী এমপিকে সংবর্ধিত করে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, থানা পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বোস্তরের জনগণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, চৌধুরী মারুফ হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সুইট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
গত ৫ নভেম্বর ফরিদপুর -২ আসনে উপ- নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শাহদাব আকবর লাবু চৌধুরী। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর -২ আসন শুন্য হলে নির্বাচন কমিশন এ আসনে উপ- নির্বাচন ঘোষনা করেছিলো। প্রধান অতিথি বলেন আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন সত্যিই আমি আনন্দিত, গর্বিত। আমি আমার মায়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বরেণ্য কন্ঠ শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে হাজার হাজার লোক উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে মঙ্গলবার সালথা উপজেলায় শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি কে সংবর্ধনা প্রদান করা হয়।