নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করলেন দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ডিজি
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় নির্মিত আশ্রায়ণ প্রকল্প বিদেশি কুটনৈতিক ও এনজিও প্রতিনিধিদেরকে সাথে পরিদর্শন করেছেন দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক ( গ্রেড-১)।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফা হোসেন খান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ সারা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। এই আশ্রায়ণ প্রকল্পের পাশে কুমার নদীসহ সৌন্দর্য সকলকে মুখরিত করেছে।
মহাপরিচালক আতিকুল হক বলেন সারদেশের মধ্যে নগরকান্দায় ভালো মানের ঘর নির্মাণ করা হয়েছে। তাই বিদেশীদের নজর পরেছে নগরকান্দায়। সেজন্য এনজিও প্রতিনিধিরা স্বচক্ষে দেখার জন্যই এখানে এসেছে।