রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের পুনঃমিলনী উপলক্ষ্যে সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
1 min read![](https://sodeshtribune.com/wp-content/uploads/2022/11/20221125_202646-1024x586.jpg)
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
দক্ষিন বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীট ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের পুনঃমিলনী উপলক্ষ্যে সালথায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সমাজকর্ম বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে শুক্রবার বেলা ১০টার দিকে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সমাজকর্ম বিভাগের বিভগীয় প্রধান অধ্যাপক এ.বি.এম সাইফুর রহমান কে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার কুন্ড, সহযোগী অধ্যাপক কাজী সায়লা ইয়াসমিন, প্রভাসক শাহ সোহেল আহমেদ, প্রক্তন ছাত্র মোঃ সোহেল মৃধা, মোঃ সেলিম মিয়া, মোঃ নিয়ামত, বিজায় অধিকারী, মনিরুজ্জামান মনিব, সোহাগ খান প্রমূখ।
প্রস্তুতিমূলক সভায় সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন বাড়াতে আগামী মাসে বর্ণাঢ্য আয়োজনে পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুনঃমিলনীতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বাড়ানো, বিভাগের ডিজিটাল প্লাটফর্ম সমাজকর্মের সেতুবন্ধন, সরকারি রাজেন্দ্র কলেজ এলামনাই এসোসিয়েশন সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সভায় রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগ থেকে মাস্টার্স পাস করা প্রাক্তন ছাত্রছাত্রীদের সমাজকর্ম বিভাগের ডিজিটাল প্লাটফর্ম “সমাজকর্মের সেতুবন্ধনঃ রাজেন্দ্র কলেজ এলামনাই এসোসিয়েশন ” এ যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহবান করেছেন বিভাগিয় প্রধান।