নগরকান্দায় এডিডির আয়োজনে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে, এফসিডিও ইউকে এর অর্থায়নে, উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১ টায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তরুন কুমার রায়, সমবায় কর্মকর্তা আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কাইমুদ্দীন মন্ডল, প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস, দৈনিক জনতা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, এডিডি ইন্টারন্যাশনাল কো-অডিনেটর পলিসি অ্যাডভোকেসি দেওয়ান মাহফুজ এ মাওলা, ফিল্ড কো-অডিনেটর মোঃ আসাদুল্লাহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও প্রতিবন্ধীরা।
এ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট ( এডিডি ) ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা । এডিডি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা , যা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত রয়েছে ।
সংস্থাটি ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, কারিগরি, ও বৃত্তি মূলক শিক্ষা ও প্রশিক্ষণে সম্পৃক্ত প্রশিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানগণ।
এরই অংশ হিসেবে ২৩ নভেম্বর বুধবার এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত নগরকান্দা উপজেলার সভাকক্ষে ” কর্মক্ষেত্রে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ আমাদের করণীয় ” শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে ।