নগরকান্দা উপজেলা আ’লীগের ত্রি- বার্ষিক সম্মেলন আবারও স্থগিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে।
২২ নভেম্বর বুধবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিতের এ তথ্য জানানো হয়।
২৩ নভেম্বর বুধবার নগরকান্দা সদরে অবস্থিত জেলা পরিষদ হল রুমে এ সম্মেলন হওয়ার কথা ছিলো।
গত ১৭ অক্টোবর এ সম্মেলনের তারিখ ঘোষণা করেছিলেন জেলা কমিটি।
এ নিয়ে তিন বারের মতো সম্মেলন স্থগিত করা হলো। ২০১২ সালের ২৩ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও উপনেতা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যু বার্ষিকী।
তাই সম্মেলনের তারিখ সাময়িক পরিবর্তন পূর্বক, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহিত আলোচনা সাপেক্ষে সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষনা করা হবে বলে জানাগেছে।
সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, সম্মেলন সফল করার জন্য সব প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। প্রায়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যু বার্ষিকী ও সম্মেলন একই দিন হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে জেলা কমিটি সম্মেলন সাময়িক স্থগিত করেছেন।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার আমাদের দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
একই দিনে সম্মেলন না করে তা স্থগিত হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তিনি বলেন
সম্মেলন স্থগিতের চিঠি আমরা হাতে পেয়েছি।