বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুর -২ আসনের সদ্য উপ- নির্বাচনে নির্বাচিত জাতীয় সংসদের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
ফরিদপুরের নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর -২ আসন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসন শুন্য হলে সেখানে ৫ নভেম্বর উপ- নির্বাচন ঘোষনা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন শাহদাব আকবর চৌধুরী লাবু।
শনিবার ফরিদপুর -২ আসনের আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদেরকে সঙ্গে নিয়ে প্রায় শতাধিক গাড়ী বহর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
এসময় হাজার জনতার ভীর জমায় বঙ্গবন্ধুর মাজারে। সেখানে কিছু সময় অতিবাহিত করেন শাহদাব আকবর চৌধুরী লাবু।
এসময় তার সংঙ্গে ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, পৌর সভার কাউন্সিলর বৃন্দ, নগরকান্দার সাংবাদিক বৃন্দ।