সালথায় কৃষি প্রনোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ফরিদপুরের সালথা উপজেলায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মৎস্য অফিসার রাজিব রায়, উপজেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বি নোমান, উপজেলা জ্যাইকা কর্মকর্তা রিফাদ রিয়াজ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ-সহকাারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম।
প্রথম পর্যায়ে ৪টি ইউনিয়নের ৮০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ৩২২৫ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।