নগরকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

বেলায়েত হোসেন লিটনঃ
“দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ে অনুষ্ঠান টি শুরু হয়। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম এর সঞ্চালনায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। এসময় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস – চেয়ারম্যান শেখ চুন্নু , নগরকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক জাহাঙ্গীর ইকবাল, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। বক্তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করেন।