সালথায় কেক কেটে সাংবাদিক নেতা আছাদুজ্জামানের জন্মদিন পালিত
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় কেক কেটে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর প্রচার সম্পাদক এবং সভাপতি, পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরাম ( পিআইআরএফ ) সাংবাদিক আছাদুজ্জামানের ৪৮ তম জন্মদিন পালন করা হয়েছে। সালথা প্রেসক্লাবের আয়োজনে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এ জন্মদিন পালন করে সালথার সকল সংবাদকর্মীরা।
প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায়ে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি মাহামুদ আশরাফ টুটু, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, শাজাহান ফকির, নুরুল ইসলাম নাহিদ, মজিবুর রহমান, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, সাদ্দাম হোসেন, জাকির হোসেন প্রমূখ।
সাংবাদিক আছাদুজ্জামান মোবাইল ফোনে বলেন, যারা আমার জন্মদিনে বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ ও ভালবাসা। পাশাপাশি সালথা প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।