নেতাকর্মীদের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত হলেন লাবু চৌধুরী
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধি:
হাজারো নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ও ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের নব-নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। রবিবার সকালে উপজেলার রসুল হামিদ মঞ্জিলে লাবু চৌধুরীকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মেঝছেলে সাজিদ আকবর চৌধুরী, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন সহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আমাকে ফরিদপুর-২ আসনের জনগন ভোট নির্বাচিত করেছে। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী যেভাবে এই অঞ্চলের মানুষের সেবা করে গেছেন, আমিও তেমন করে এই অঞ্চলের মানুষের সেবা করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করে যাবো।
উল্লেখ্য, গত শনিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত ফরিদপুর-২, আসনের উপনির্বাচনে শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।