নগরকান্দার কাইচাইল ইউনিয়নে নৌকার নির্বাচনীয় জনসভা
1 min read
আবুল হাসনাত উজ্জ্বল
আসন্ন ৫ নভেম্বর ২০২২, ফরিদপুর-২ জাতীয় সংসদ সদস্য পদে উপ- নির্বাচন উপলক্ষে ৩ নভেম্বর বৃহস্পতিবার, রাত ৮ টায়, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু নিজ বাড়িতে, বাংলাদোশ আওয়ামী লীগ মনোনীত, সংসদ সদস্য পদে নৌকা মার্কার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এর পক্ষে এক বিশাল নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত জনসভায় কাইচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডুর সভাপতিত্বে ও কাইচাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফ মিয়ার সঞ্চালনায়, উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা- সালথ ও কৃষ্ণপুরের উন্নয়নের রূপকার, ফরিদপুর -২ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, প্রাক্তন সংসদ উপনেতা, কিংবদন্তি নেত্রী মহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে,ফরিদপুর-২ জাতীয় সংসদ উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত, সংসদ সদস্য পদে নৌকা মার্কার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু।
আরো উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকম মোঃ বেলায়েত হোসেন মিয়া, চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহী, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন, নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, নগরকান্দা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনিসুল রহমান,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য হানিফ রানা, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল বিপ্লব, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি ফারুক মাতুব্বর, ৮ নং ওয়ার্ডের সভাপতি জাফর শিকদার, ৫ নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক চুন্নু মাতুব্বর, ৯ ওয়ার্ডের জাহিদ তালুকদার, এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রীতিম সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে কাইচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদে ও নৌকা মার্কা প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু-কে এক নজর দেখা ও তার মূল্যবান বক্তব্য শোনার জন্য ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলমত নির্বিশেষে হাজার হাজার জনগণ কাইচাইল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর বাড়িতে উপস্থিত হয়ে কানায় কানায় ভরে যায়। এসময় স্থানীয় নেতা কর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়।