সালথায় নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবুকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মাওঃ মুফতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে তার নিজ বাড়ীতে ৫ শতাধিক লোকের সমন্বয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সালথা উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল বাশার, সালথা উপজেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো: নুরুল ইসলাম মোল্লা, সালথা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন বতু, যুবলীগ কর্মী ফারুক মীর, ছাত্রলীগ কর্মী মো:রুবেল মোল্লা
উপস্থিত বক্তারা বাহিরদিয়া ভোটকেন্দ্র থেকে শতভাগ ভোট প্রদান করে সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র জননেতা শাহদাব আকবর চৌধুরী লাবুকে বিজয়ী করার কথা বলেন।