সালথায় রবিন’স একাডেমীর উদ্যেগে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
1 min readসালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় রবিন’স একাডেমীর উদ্যেগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৯টায় উপজেলা সদরের সেলিম চৌধুরীর বাড়ি রবিন’স একাডেমী প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিলাদ- মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন।
এসময় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া। আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, আবুল বাশার, রবিন’স একাডেমীর পরিচালক মোহাম্মদ রবিন সহ আরো অনেকে।
প্রধান অতিথীর বক্তব্যে জাদু মিয়া বলেন, ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ হতে হবে। প্রত্যাক পিতা-মাতার স্বপ্ন তার সন্তান বড় হবে। তাই পিতা-মাতার স্বপ্ন পূরণ করার লক্ষে মনোযোগ সহকারে লেখা-পড়া করতে হবে। আজকের ছেলে-মেয়েরাই আগামীর ভবিষ্যত।