সালথায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রশিক্ষিত যুব, উন্নত দেন বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১লা নভেম্বর) বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রোকৌশলী মোঃ মোহর আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, উপজেলা সহকরী প্রোগ্রামার টিপু সুলতান প্রমূখ। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফা আহসান কামাল।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকরাই দেশের চালিকা শক্তি, বর্তমান সরকার যুবকদের জন্য নানা কর্মসূচী হাতে নিয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। প্রশিক্ষন নিয়ে স্ববলম্বী হন। আলোচনা অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।