সালথার গট্টিতে লাবু চৌধুরীর নির্বাচনী জনসভায় চয়ন মিয়ার বাড়িতে জনতার ঢল
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার গট্টি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পার্শবর্তী ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। এসময় নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গট্টি ইউনিয়নের ঐতিহ্যবাহী মিয়া বাড়ির আঙ্গিনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়ার বাড়িতে এই জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোষ, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল উপ কমিটির সদস্য এ্যাডঃ জামাল হোসেন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডঃ হাবিবুর রহমান হাবিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক, চৌধুরী সাব্বির আলী, খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা, আওয়ামীলীগ নেতা আবু জাফর মোল্যা, এনায়েত হোসেন চান মিয়া, মোঃ খোরশেদ খান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগ নেতা খায়রুজ্জামনি মিরাজ।
নির্বাচনী সভায় বক্তারা বলেন, আগামী ৫ই নভেম্বর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বক্তারা আরও বলেন, শাহাদাব আকবর লাবু চৌধুরীকে জয়ী করে প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুজোগ দিন।