সালথায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে শনিবার বেলা ১০টায় সালথা থানা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী সালথা থানা চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সালথা থানা চত্ত্বরে এসে শেষ হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদী এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা থানা পুলিশের এস আই মোঃ আওলাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান (সোহাগ), গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন মাতুব্বর, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান (শাহিন), রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, যদুনন্দী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংঘঠনের নেতৃ বৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সালথা থানা এলাকায় আাইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও কাইজ্যা দাঙ্গা-হাঙ্গামা, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রনে পুলিশকে সব রকম সহযোগিতা করার কথা বলা হয়।