নগরকান্দায় আওয়ামিলীগ প্রার্থীর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
1 min readবেলায়েত হোসেন লিটনঃ
আসন্ন ফরিদপুর -২ আসনের উপ- নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারনা লক্ষে পথ সভা করেছে নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু।
বৃহস্পতিবার সকালে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের দরগাহ্ মাঠে ও চরযশোরদী ইউনিয়নের দহিসারা দাখিল মাদ্রাসা মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ছাগলদীতে ইস্রাফিল মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের উপজেলার সভাপতি হাবিবুর রহমান এলাহী, সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বাকি সরদার, সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, ওহিদুজ্জামান মান্দার, পৌর যুবলীগের সম্পাদক আজাদ হোসেন, যুবলীগ নেতা হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, দেলোয়ার ফকির, শামীম হোসেনসহ অন্যান্ন নেতৃবৃন্দ। এবং দহিসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালিদ হোসেন বাকী, ইউপি সদস্য বাদল হোসেন, দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মাহবুব হোসেন বাকীসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সকল বক্তারা উপ- নির্বাচনে ৫ ই নভেম্বরে নৌকা প্রতীকে ভোট দিয়ে লাবু চৌধুরীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছে।
শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন নৌকায় যত ভোট বেশি পাবে জননেত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রী তত বেশি খুশি হবেন। তাই আপনারা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। নৌকা বিজয়ী হলে নগরকান্দার বেকার যুবকদেরকে চাকরি দিবে সরকার।