March 20, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে শাহাদাত হোসেন চেয়ারম্যান, নগরকান্দায় হাফিজুর রহমান সদস্য নির্বাচিত

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ৬২৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে (চশমা প্রতীক) নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী (আনারস প্রতীক) নিয়ে আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট, নুরুল ইসলাম সিকদার মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছে ০৮ ভোট।

৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে মোসাঃ আঞ্জুমনোয়ারা বেগম (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী (ফুটবল) প্রতীক নিয়ে রুখশানা আহম্মেদ পেয়েছে ১৫২ ভোট।

সোমবার  সকাল নয়টা হতে বেলা দুইটা পর্যন্ত জেলার নয়টি উপজেলায় বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোন প্রকার অঘটন ছাড়াই শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নিরাপত্তা বাহিনী ছিলো চোখে পড়ার মতো। সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমি কেন্দ্রে ১৩৩ ভোটের মধ্যে ১৩৩ ভোটই প্রদান করেন ভোটাররা।

নগরকান্দায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে ভোটারা। উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইমাম রাজী টুলু নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র সার্বক্ষনিক তদারকি করেন।

নয়টি উপজেলা হতে নয়জন সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছে।

নগরকান্দা উপজেলা হতে তালা প্রতীক নিয়ে হাফিজুর রহমান শরীফ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী (টিউবওয়েল) প্রতীক নিয়ে আরিফুর রহমান তালুকদার পথিক পেয়েছে ৪৮ ভোট।

নগরকান্দা উপজেলায় মোট ছয়জন সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে।
সালথা উপজেলায় সদস্য হিসেবে তোতা মিয়া ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাদল মাতুব্বর পেয়েছে ৩৮ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.