October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

আলফাডাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমান

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামীলীগের সদস্য, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রত্যাশিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।

গতকাল মঙ্গলবার তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিভিন্ন পুজামন্ডবে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মসজিদে আজান হবে, মন্দিরে ঘণ্টা বাজবে। সবাই মিলে মিশে সমাজে বেঁচে থাকতে হবে। হিন্দু মুসলিম কোন ভেদা ভেদ থাকবে না। সবার গায়ে একেই রক্ত।শান্তি পূর্ণভাবে এ উৎসব পালনে আমাদের সহায়তা সব সময় থাকবে। তিনি বলেন, আল্লাহপাক আমাকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আপনার মাঝে আসতে পারি এ জন্য আশির্বাদ করবেন।

তিনি বলেন,আমি আপনাদের সেবক হতে চাই।

তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হতে পারলে সরকারি সকল সুবিধার পাশাপাশি ব্যক্তিগত সুবিধা দিতে সচেষ্ট থাকব।

এ সময় আ.লীগ,ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.