সাজেদা পুত্র লাবু চৌধুরী নৌকা পাওয়ায় সালথায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসন (নগরকানা, সালথা ও কৃষ্ণপুর) এর উপ-নির্বাচনে সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহাদাব আকবর লাবু চৌধুরী আওয়ামীলীগের মনোনয়ন (নৌকা প্রতিক) পাওয়ায় ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করা হয়েছে সেই সাথে বেশ কিছু এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
মঙ্গলবার (০৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ট পুত্রকে মনোনয়ন দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
লাবু চৌধুরী আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন এই খবর সালথা এলাকায় পৌছলে আনন্দে ফেটে পড়ে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। কিছু কিছু এলাকায় মিষ্টি বিতরণ করে নেতা কর্মীরা।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ দিয়ে এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জানান, আমরা সবাই খুশি হয়েছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ট পুত্র শাহাদাব আকবর চৌধুরী লাবু মামা কে মনোনয়ন দিয়েছেন। আগামী ৫ই নভেম্বর লাবু মামাকে নৌকা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিব, ইনশাআল্লাহ।
উল্যেখ্য: সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর সোমবার এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।