আলফাডাঙ্গায় বিভিন্ন পৃজা মন্ডবে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার
1 min read
এ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব সুষ্ঠু-সুন্দর ভাবে পালন করতে পারে — লিয়াকত সিকদার
আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পৃজা মন্ডব পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট লিয়াকত সিকদার।
৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার দলীয় নেতাকর্মী, সুধীজন, হিন্দু ধর্মালম্বীদের গন্যমান্য ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
আলফাডাঙ্গা পৌর এলাকা হরিমন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লিয়াকত সিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হবে এটাই আমাদের কাম্য। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ পূজা মন্ডপে ঘুরতে আসাটা বাঙালীর ঐতিহ্য। আইন শৃঙ্খলা রক্ষা ও প্রতিটি মন্ডপে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব সুষ্ঠু-সুন্দর ভাবে পালন করতে পারে।’
সভায় উপজেলা পৃজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক প্রবীর বিশ্বাসের সডাপতিত্বে বক্তব্য দেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটি সদস্য তৌহিদুর রহমান মুক্ত,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমান,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ দৌল্লাহ রানা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমূখ।
এছাড়াও ছাত্রলীগ,যুবলীগ,
স্বেচ্ছাসেবকলীগ,আওয়ামী ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।