সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এডিসি বিপুল দাস
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় দূর্গা মন্দির ও আশপাশের বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসলিমা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ শীল, উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপে সভাপতি বিপুল বিশ্বাস প্রমুখ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানান।