নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত আঃলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় ফরিদপুর-২ আসন শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন এবং তফসিল অনুসারে আগামী ৫ নভেম্বর নিনরবাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। ফরিদপুর-২ আসনের উপ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ করে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ ও জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম। মেজর (অবঃ) আতমা হালিম আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজারও নেতাকর্মী তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার সোনাতন্দী এলাকায় শনিবার (১ অক্টোবর) সকাল থেকে এসে জড়ো হতে থাকে এবং নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন।
আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম। এসময় তিনি নেতা কর্মীদের নিজের হাতে খাবার পরিবেশন করেন। নেতাকর্মীরাও এসময় ছিলো খুব উচ্ছাসিত হন।
আগত নেতাকর্মী ও উপস্থিত সাংবাদিকদের বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম বলেন, নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুরের মানুষের কথা ভেবে আমি আমার প্রাণের সংগঠন আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছি। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। তারপরেও তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখেই আমি জনগণের সেবা করে যাব।
মেজর (অবঃ) আতমা হালিম এসময় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক হোসেনের জন্য ভোট ও দোয়া চান পাশাপাশি সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীরমুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদার চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন। আগত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবালম্বীদের শুভেচ্ছা জানান।
আগত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম একজন প্রবীণ আওয়ামীলীগ নেতা। দল ও নেতাকর্মীদের বিপদে আপদে সব সময় তিনি পাশে দাড়িয়েছেন। জাতীয় থেকে স্থানীয় সকল নির্বাচনে মেজর (অবঃ) হালিম সব সময় নৌকা ও আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আওয়ামীলীগের মনোনয়নের ব্যাপারে নেতাকর্মীরা শতভাগ আশাদি।
এসময় আরও উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার কাওসার আহমেদ, ডাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ কাদের মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মোল্যা, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন মিয়া, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা কাজী শাওন প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।