উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছাব্বির হোসেন
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের (সালথা-নগরকান্দা, হাটকৃষ্ণপুর) সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর তার সংসদীয় শূন্য আসন (ফরিদপুর- ২) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ ছাব্বির রহাসেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ধানমন্ডির ৩ নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন । তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা মরহুম আজিজুল হকের কৃতি সন্তান।
মোঃ ছাব্বির হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি ছিলেন সাবেক ছাত্রলীগ নেত। বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সরব। করোনাসহ নানা প্রাকৃতিক দূর্যোগে দুহাত ভরে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। একজন নিবেদিত আওয়ামীলীগ কর্মী মোঃ ছাব্বির হোসেন মানুষের ভালবাসা নিয়ে পথ চলতে চান। বর্তমানে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে তিনি যুক্ত রয়েছেন।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন, মা মাটি মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। বাংলাদেশর উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর আওয়ামীলীগের বাইরে আলোচনা করতে পারি না। আমার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা প্রয়াত নেত্রী সৈয়দা সজেদা চৌধুরীর হাতে গড়া সালথা নগরকান্দায় উন্নয়নের যে রুপরেখা তৈরী করেছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বাস্তবায়ন করতে ফরিদপুর ২ আসনের সর্বস্তরের জনগণণের সেবা করে যেতে চাই। একজন নিবেদিত প্রাণ আওয়ামীলীগ কর্মী হিসেবে আমার প্রাণের সংগঠন আওয়ামীলীগ থেকে ফরিদপুর ২ আসনের উপ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই আমরি জন্য দোয়া করবেন।