নগরকান্দা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজ ৭৬তম জন্ম দিন জমকালো আয়োজনে পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহ্বায়ক দেলোয়ার বিশ্বাস , উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম আহ্বায়ক আকবর শেখ,উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম আহ্বায়ক আক্কাস ফকির্, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সদস্য আলাউদ্দিন ফকির, ফুলসূতী ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি মুরাদ মাতুব্বর, কাইচাইল ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সদস্য সায়েম মোল্লা সহ আওয়ামী মৎস্য জীবী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।