January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন সংগ্রহ করলেন মেজর (অবঃ) আতমা হালিম

1 min read

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের (সালথা-নগরকান্দা, হাটকৃষ্ণপুর) সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর তার সংসদীয় শূন্য আসন (ফরিদপুর- ২) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেজর (অবঃ) আতমা হালিম। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মেজর (অবঃ) আতমা হালিম ধানমন্ডির ৩ নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন । তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুনন্দী গ্রামের কৃতি সন্তান।

মেজর আতমা হালিম (অবঃ) তিনি বাংলাদেশ সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও সমন্বয়ক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

মনোনয়ন সংগ্রহ শেষে মেজর আতমা হালিম (অবঃ) বলেন,আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। নির্বাচনে সবার সহযোগিতা ও দোয়া চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। তিনি বলেন, দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে মানুষের কল্যানে কাজ করেছি, দলের জন্য কাজ করেছি আজ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলাম দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে দলীয় মনোনয়ন পাবো আশা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আসন্ন উপনির্বাচনে সংসদ সদস্য পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবো। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নেয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আসন্ন উপনির্বাচনে সংসদ সদস্য পদে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর রবিবার ফরিদপুর – ২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মৃত্যুবরন করেন। তার মৃত্যু পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর আসনটিতে উপনির্বাচনে জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.