আঃলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মৎস্যজীবীলীগ নেতা আব্দুস সোবহান
1 min readবিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের (নগরকান্দা, সালথা, কৃষ্ণপুর) উপ-নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আওয়ামী মৎস্যজীবীলীগের ফরিদপুর জেলার আহবায়ক ও রিয়া রাথিন গ্রুপের চেয়ারম্যান কাজী আব্দুস সোবহান।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিবে বাংলাদেশ আওয়ামীলীগের পদেষ্টা মন্ডলীর সভাপতির কার্যালয় ধানমন্ডী ৩/এ থেকে আওয়ামী মৎস্যজীবীলীগ নেতা আব্দুস সোবহান মওনানয়ন সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাজী আব্দুস সোবহানের ব্যক্তিগত সহকারী আব্দুল কাদের, নগরকান্দা উপজেলা ছাত্রলীগ নেতা কাজী তানভীর আহমেদ, নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা কাজী সুমন, শহিদুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী মৎস্যজীবীলীগের ফরিদপুর জেলার আহবায়ক ও রিয়া রাথিনোন গ্রুপের চেয়ারম্যান কাজী আব্দুস সোবহান বলেন, দলীয় নিয়ম অনুযায়ী আমি আমার প্রাণের সংগঠন আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি যদি মনোনয়ন পাই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাব। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই।