সালথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করলো ছাত্রলীগ
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করলো ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার বিকালে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে ছাত্রলীগ। র্যালীটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। এই পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খান রাজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ- সভাপতি ইমামুল খান, হোসাইন আলী, মুন্সী নাইমুজ্জামান, লিমন ইসলাম শান্ত, সৈয়দ আহাদ, এলিসা বিন মাসুম, সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ন সাধারন সম্পাদক সাজিদ মাহমুদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক হেলাল হাসান, তালহা ইসলাম রাব্বির, দপ্তর সপাদক আবির রহমান নিয়ামত প্রমূখ। এছাড়াও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।