আঃলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ছাব্বির হোসেন নিয়ে মিছিল
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেনকে নিয়ে মিছিল করে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল কারীরা এসময় তরুন এই আওয়ামীলীগ নেতাকে ফরিদপুর ২ আসনের এমপি হিসেবে দেখতে চান। ফরিদপুর ২ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা মাঝারদিয়া বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারেই শেষ হয়। এরপর আওয়ামীলীগ নেতা ছাব্বির হোসেনের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন, মা মাটি মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। বাংলাদেশর উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর আওয়ামীলীগের বাইরে আলোচনা করতে পারি না।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা প্রয়াত নেত্রী সৈয়দা সজেদা চৌধুরীর হাতে গড়া সালথা নগরকান্দায় উন্নয়নের যে রুপরেখা তৈরী করেছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বাস্তবায়ন করতে ফরিদপুর ২ আসনের সর্বস্তরের জনগণণের সেবা করে যেতে চাই। একজন নিবেদিত প্রাণ আওয়ামীলীগ কর্মী হিসেবে আমার প্রাণের সংগঠন আওয়ামীলীগ থেকে ফরিদপুর ২ আসনের উপ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই আমরি জন্য দোয়া করবেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেন। এসময় এরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মোল্যা, মাঝারদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ হায়দার মোল্লা। মাঝারদিয়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসকেন মাতুব্বর, উপজেলা ছাত্রলীগ নেতা হুসাইন মিয়া প্রমূখ। এছাড়া আওয়ামীলীগ ও এর অঙ্গ সংঘঠেনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।