জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন মৎস্যজীবিলীগ নেতা আব্দুস সোবহান
![](https://sodeshtribune.com/wp-content/uploads/2022/09/received_503925438227430-1024x576.jpeg)
বেলায়েত হোসেন লিটনঃ
আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনের পক্ষে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক কাজী আবদুস সোবহান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে দিন রাত জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের কাছে গিয়ে আওয়ামী লীগ মনোনীত ফারুক হোসেনের জন্য ভোট চাইছেন। সম্প্রতি কাজী আবদুস সোবহান তার নেতাকর্মীদের সাথে নিয়ে ফারুক হোসেনের ফরিদপুরের বাসভবনে শুভেচ্ছা বিনিময় শেষে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় নামেন। কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, কাজী আব্দুস সোবহান দীর্ঘদিন যাবত নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুরের অসহায়, গরীব দুঃখী মানুষের বিপদে আপদে পাশে থেকে সার্বিক সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি একটি কথা বললে আমরা তা ফেলতে পারিনা। তারা বলেন, কাজী আব্দুস সোবহান নম্র ভদ্রতার সহিত মিস্টি হাসি দিয়ে যে ভাবে ফারুক হোসেনের জন্য ভোট চাইছেন তাতে ফারুক হোসেনের জয় শতভাগ নিশ্চিত। এ বিষয়ে কাজী আব্দুস সোবহান জানান, প্রধানমন্ত্রী অনেক ভেবে চিন্তেই ফারুক হোসেনকে মনোনয়ন দিয়েছেন । সেজন্য আমরা সকলেই তার হয়ে কাজ করছি। কাজী আব্দুস সোবহান, নগরকান্দা ও সালথা উপজেলাসহ ফরিদপুর বাসীর কাছে অতি প্রিয় একজন ব্যক্তি। ফারুক হোসেন কাজী আব্দুস সোবহানকে স্বাগত জানিয়ে বুকে টেনে নেন এবং তার জন্য নির্বাচনী প্রচার ও ভোট প্রার্থনা করার জন্য অনুরোধ জানান।