সাজেদা চৌধুরীর মৃত্যুতে সালথায় ছাত্রলীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, মহান জাতীয় সংসদের সংসদ উপনেতা, ফরিদপুর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর গত ১১সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন। সংসদ উপনেতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করে সালথা উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ খান রাজের অর্থায়ন ও উদ্দোগে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ সালথা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খান রাজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মোঃ মাহাবুব হোসেন মোল্লা, সালথা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হোসাইন আলী, মুন্সি নাইমুজ্জামান, লিমন ইসলাম শান্ত,নএলিসা বিন মাসুম, সাংগঠনিক সম্পাদক তালহা ইসলাম রাব্বির, দপ্তর সম্পাদক আবির রহমান নিয়ামত, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশন সালথা উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান খান বাবুল ও সাধারন সম্পাদক ওমর ফারুক সহ ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মী বৃন্দ।