সালথায় সিএনজি চালক যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় রাস্তার পাশে খাল থেকে সিএনজি চালক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাজিব শেখ (২৮)। নিহত রাজিব দুই সন্তানের জনক ও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে সালথা ফরিদপুর সড়কের মেম্বার গট্টি এলাকরে খাল থেকে লাশটি উদ্ধার করে সালথা থানা পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব একজন সিএনজি চালক, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সিএনজি গাড়ি নিয়ে বের হওয়ার পর ঐদিন রাত সাড়ে ৯টার দিকে তার বাবার সাথে কথা হলে রাজিব জানায় সে ভাড়া নিয়ে সালথা যাাচ্ছে এরপর বাড়ি ফিরবে। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পেয়ে রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিহতের বাবা আইয়ুব আলী শেখ ফরিদপুর কোতয়ালী থানায় জিডি করেন।
রবিবার বিকেলের দিকে গরুর ঘাস কাটতে গেলে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে সালথা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা এসে নিহত রাজিবের লাশ বলে সনাক্ত করে।
সালথা থানার চার্য অফিসার (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।