সালথায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত আসামির নাম আক্কাস শিকদার (৩৫) সে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার খোরশেদ শিকদারের পুত্র। দীর্ঘদিন যাবত পলাতক থাকার পর শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বসতবাড়ি গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সালথা থানা পুলিশ সুত্রে জানা যায়, ইংরেজি ২০১২ সালের ফরিদপুর সদর উপজেলার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস শিকদার দীর্ঘদিন যাবত পলাতক আছে। যা ফরিদপুর কোতোয়ালি থানার মামলা নং ০৯(০২)১২। বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে এমন খবরে সালথা থানা পুলিশের এসআই তন্ময় চক্রবর্তী, এএসআই রবিন মজুমদার ও এএসআই শহিদুল হকের নেতৃত্বে সালথা থানা পুলিশের একটি চৌকশ দল শনিবার দিবাগত রাত ২টার দিকে আক্কাস শিকদার কে তার নিজ এলাকা থেকে আটক করে। রবিবার তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা চার্য অফিসার এসআই আওলাদ হোসেন বলেন, আসামি আক্কাসের উপর আমাদের নজরদারি ছিল, সে বাড়িতে অবস্থান করছে এমন খবরে সালথা থানা পুলিশের একটি চৌকশ টিম পাঠানো হয়, অনেক চেষ্টার পর আক্কাস কে আটক করা হয়। রবিবার তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।