January 19, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দায় কর্মীসভা করলেন জেলা মৎস্যজীবী লীগের জেলা আহ্বায়ক আবদুস সোবহান

1 min read

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দায় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ ও নিজ রাজনৈতিক এলাকা নগরকান্দায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও কর্মি সভা করেছে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুস সোবহান।

তার আগমন উপলক্ষে শনিবার বেলা ১১ টায় নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে মৎস্যজীবী লীগের শত শত নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা আবদুস সোবহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে গাড়ী বহর নিয়ে তার নিজ বাড়ী উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে গিয়ে পৌছান।

এসময় জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবদুস সোবহান বলেন, আমি জেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক হওয়ার পর থেকেই আমার সংগঠনকে শক্তিশালী করার লক্ষে নিয়মিত ভাবে এলাকায় আসি। এবং নগরকান্দা ও সালথা উপজেলায় কমিটি তৈরী করার কাজে ব্যাস্ত থাকি, সংগঠনকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন ফরিদপুর দুই আসনে উপ- নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলে নির্বাচনে অংশ গ্রহন করবো এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তবে দল ও দলের নীতি নির্ধারোকদের পরামর্শ মেনে নিবো। পরে জেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকালে কয়েকটি ইউনিয়নের মৎস্যজীবিলীগের কমিটির অনুমোদন দেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.