সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে নগরকান্দায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে উপজেলা সদরের কয়েকটি মাদ্রাসাসহ উপজেলার সকল মসজিদে বাদ জুম্মা মোনাজাত করে বিশেষ দোয়া করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া।
শুক্রবার উপজেলার সকল মসজিদে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে মুসল্লীদের নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বার্ধক্য জনিত কারণে দীর্ঘ দিন প্রায়ই সময়ই অসুস্থ থাকতেন। তারই ধারাবাহিকতায় টানা কয়েকদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা থাকার পর গত ১১ সেপ্টেম্বর রাতে ইন্তেকাল করেন ( ইন্না—– রাজিউন)।