সালথায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা উপকরণ বিতরণ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় মাধ্যিমিক পর্যায়ের ৫টি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ল্যাপটপ ও প্রোজেক্টর বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭টি ল্যাপটপ ও ৬টি প্রোজেক্টর বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকি, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রিফাদ রিয়াজ প্রমূখ।
২০১৯-২০ অর্থ বছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং স্থানীয় সরকার ও জাইকা`র অর্থায়নে এসব উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এসব উপকরণ বিতরণের ফলে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নতি হবে বলে জানা যায়।