নগরকান্দায় সরকারি জায়গা দখলমুক্ত করে সেখানে বৃক্ষ রোপন করলেন ইউএনও
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন জনের দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু।
আর সেখানে নানা রকম ফলজ, বনজ ও সৌন্দর্য বর্ধক বৃক্ষ রোপণ করে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা বাসীর কাছ থেকে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পৌরসভার মেয়র ও সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলার ভুমি অফিস সংলগ্ন সড়কের পাশে সৌন্দর্য বর্ধক বেশ কিছু বৃক্ষ রোপণ করেন তিনি।
ইউএনওর এ ব্যতিক্রমী উদ্যোগ দেখে তার ভুয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।
বৃক্ষ রোপণ শেষে ইউএনও এস এম ইমাম রাজি টুলু সাংবাদিকদের বলেন, আমি এ উপজেলায় যোগাদানের পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশকিছু সরকারি জায়গা দখলমুক্ত করেছি।
আর এগুলো যাতে পুনরায় কেউ দখল করতে না পারে সে জন্য আমি এ ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছি।
উপজেলা প্রশাসনের রোপনকৃত এসব গাছ থেকে যেমন আমরা পর্যাপ্ত অক্সিজেন পাবো এবং সেই সাথে উপজেলার সৌন্দর্য বর্ধনেও গাছগুলো বিশেষ ভুমিকা রাখবে। আমার এ কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন মেয়র নিমাই চন্দ্র সরকার, কাউন্সিলর নাসির মাহমুদ, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহবুব আহাদ, দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস, দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্যা, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক বর্তমান কথার প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু প্রমুখ।