জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি
1 min readআলফাডাঙ্গা প্রতিনিধিঃ
আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড আলফাডাঙ্গা উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন শেখ শহীদুল ইসলাম।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন তিনি। শেখ শহীদুল ইসলাম এরআগেও জেলা পরিষদের সদস্য ছিলেন। বর্তমান তিনি ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউপি সদস্য ইব্রাহীম মিয়া কলম, বাকিয়ার রহমান, ওবায়দুর রহমান, রিজাউল করীম, ওলিয়ার রহমান, টগরবন্দ ইউপি সদস্য আবুল কালাম কালুসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খান আমিরুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত ২৩ আগস্ট নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।
এ নির্বাচনে ৩নং ওয়ার্ড আলফাডাঙ্গা উপজেলা থেকে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৭২ জন পুরুষ ও ২২ জন মহিলা ভোটার রয়েছেন।