October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

নগরকান্দার ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বেলায়েত হোসেন লিটনঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানাগেছে অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন, এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন সংরক্ষিত পদে মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে লিয়াকত মোল্লা ৩৭১ ভোট পেয়ে প্রথম, মোঃ জাকির খান ফিরোজ ৩২০ ভোট পেয়ে দ্বিতীয়, খলিলুর রহমান ৩০১ ভোট পেয়ে তৃতীয়, মোঃ মোক্তার শেখ ২৭৮ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য জিয়াছমিন ৩৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৭২০ জন। ৬৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ হাবিল হোসেন, পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদিরুজ্জামান মিলুসহ এসআই প্রকাশ বোষ, এ এস আই আজিজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.