সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সালথা বাজার বণিক সমিতির শোক প্রকাশ
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, মহান জাতীয় সংসদের সংসদ উপনেতা, ফরিদপুর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের প্রিয় নেত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ~~ ~ ~ রাজিউন)।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সালথা বাজার বণিক সমিতি ও সালথা বাজারের ব্যবসায়ীরা। সংসদ উপনেতার প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করে ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সালথা সদর বাজারের সকল দোকান পাট বন্ধ রাখেন। এর আগে বেলা ১০টায় সালথা বাজার বনিক সমিতির কার্যালয়ে সংসদ উপনেতার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং ১মিনিট নিরবতা পালন করা হয়।
সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ওহাব মাতুব্বর, কোষাধক্ষ আব্দুস সোবাহান মিয়া, কার্য-নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ আয়নাল মাতুব্বর, ব্যবসায়ী মোঃ তাপস কর্মকার, মোঃ মাহিন খান প্রমূখ।