সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সুস্থতা কামনায় সালথায় কৃষকলীগের দোয়া মাহফিল
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) বর্তমানে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংসদ উপনেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সালথা উপজেলা কৃষকলীগ।
বাংলাদেশ কৃষকলীগ সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা কৃষকলীগের দলীয় কার্যালয়ে এই বিশেষ মোনাযাত এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দ্রুত সুস্থ্যতা কামনা করা হয় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক আমিন খন্দকার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু), উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বছির মাতুববর মোজ্জামেল হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক নুর আলম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব মাতুববর রামকান্তপুর ইউনিয়নের সভাপতি হারুন ফকির সাধারন সম্পাদক লুৎফর মাতুববরসহ উপজেলা কৃষকলীগের বিভিন্ন স্তারের নেতা প্রমূখ। এছাড়াও কৃষকলীগের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলবী গোলাম মোস্তফা।