সালথায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সেবার উদ্বোধন
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
যদি করি রক্ত দান, আল্লাহ চাইলে বেচে যাবে একটি প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে। সালথা ব্লাড ডোনার্স ক্লাবের আয়েজেনে শনিবার বেলা ১০টার দিকে উপজেলার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এই কাজের শুভ উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছলিমা আকতার।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক, উপজেলা পাট কর্মকর্তা আব্দুল বারী, ইউসুফ দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম মিয়া, নুর মোহাম্মাদ তোতা মিয়া প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গৌতম দাস।
আরও উপস্থিত ছিলেন, সালথা ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন প্যানেলের সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ আওলাদ হোসেন, মোঃ এনামুল ইসলাম, মোঃ রাজীব হোসেন, মোঃ শামীম উসমান, মোঃ মিরাজ হোসেন, মোঃ বাকের হোসাইন, মোঃ রাজীবুল ইসলাম রাজু, মোঃ রাজু আহমেদ, মোঃ মহসিন মিয়া, মোঃ হাসিবুল হাসান শান্ত, মোঃ সোহাগ ইসলাম, মোঃ আহসান হাবীব, মোঃ আকাশ ইসলাম ও মোঃ আশিকুর রহমান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মানব শরীরে রক্তের গুরুত্ব তুলে ধরে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে রক্ত প্রদানে উৎসাহিত করা হয় এবং জরুরী রক্তের প্রয়োজনে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়।