নগরকান্দায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় ২৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাসায়ী আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। জানা শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিল হোসেনের নির্দেশে ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডলের নেতৃত্বে এস আই পিযুষ কান্তি হাওলাদার, এস আই সিরাজুল ইসলাম, এস আই প্রকাশ বোস ও এস আই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামের কবরস্থানের পাশে অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কামাল হোসেন রাজীব (৩৫), পিতা মৃত হাসেম এবং অপরজন হলেন সোহেল শেখ (২৮), পিতা সামসুল শেখ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ০৪। আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।