সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর সুস্থতা কামনায় ইতালি আ:লীগের দোয়া মাহফিল
1 min read
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) বর্তমানে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংসদ উপনেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন ইতালি আওয়ামীলীগ।
ইতালি আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুময়া ইতালির রোম শহরের মজজিদ -এ মক্কি প্রেসতেনাতে ইতালি সময় ২টা ৩০ মিনিট এই বিশেষ মোনাযাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দ্রুত সুস্থ্যতা কামনা করা হয় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সন্পাদক মন্ডলির সদস্য, মান্নান মাতবর, বাবুল মোড়ল, বাবু ঢালী, সদস্য কামরুল ইসলাম, মেহেদী হাসান, জহিরুল ইসলাম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন প্রমূখ। এছাড়াও মুসল্লী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেএীবৃন্দ উপস্থিত। মোনাজাত পরিচালনা করেন মক্কি মজিদের খতিব মুফতি মাওলানা হাফেজ ওলিউল্লাহ্।