October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

সালথায় ক‌রোনা মোকা‌বেলায় মে‌ডি‌কেল সরঞ্জামা‌ধি ও আসবাবপত্র প্রদান

1 min read

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:

বৈ‌শিক মহামা‌রি ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় ফ‌রিদপুরের সালথায় উপ‌জেলা স্বাস্থ্য ক‌ম‌প্লেক্সে চিকিৎসা সরঞ্জামা‌ধি ও আসবাবপত্র প্রদান করা হ‌য়ে‌ছে। নতুন মে‌ডি‌কেল সরঞ্জামা‌ধি ও আসবাবপত্র প্রদান করার ফ‌লে ক‌রোনা ভাইরাসের চি‌কিৎসা সেবা আরও বেগব‌ান হ‌বে ব‌লে জানা যায়।

২০১৯-২০ অর্থ বছ‌রের আওতায় বাংলা‌দেশ সরকার ও জাইকার অর্থায়‌নে স্থানীয় সরকার মন্ত্রণাল‌য়ের কা‌রিগ‌রি সহায়তায় বৃহস্প‌তিবার (৮ সে‌প্টেম্বর) সকা‌ল সা‌ড়ে ১০টায় সালথা উপ‌জেলা স্বাস্থ‌্যকে‌ন্দ্রে ১০ পিস অক্সিজেন সি‌লিন্ডার (১.৫) রেগুলার সাইজ, ৮ পিস অক্সিজেন সি‌লিন্ডার (৫.৮), ১৮ পিস পালস অ‌ক্সি‌মিটার, ১৩ পিস হস‌পিটাল বেড, ২ পিস অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হ‌য়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছ‌লিমা আকতার, সালথা উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ, সালথা উপ‌জেলা জাইকা কর্মকর্তা মো: রিফাত রিয়াজ, সালথা উপ‌জেলা এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী‌ মো: সাইফু‌দ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.