প্রধানমন্ত্রীকে কটুক্তি ও নৈরাজ্য-তান্ডবের প্রতিবাদে সালথায় আঃলীগের বিক্ষোভ মিছিল
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি, দেশবিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদের সালথায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর বাজার থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেন বলেন, নগরকান্দায় বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও দেশবিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে রাজপথে তা মোকাবেলা করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই সকল নৈরাজে্যর ফের ঘটলে প্রতিবাদ করবো। আগামী নির্বাচনে দেশের উন্নয়নের সার্থে নৌকায় ভোট দিন।