বোয়ালমারী সহস্রাইল মাঠে আকর্ষণীয় ফুটবল খেলা অনুষ্ঠিত
1 min readকবীর হোসেনঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল মাঠে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর রোববার বিকেলে সহস্রাইল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাজী আবুল কালাম স্মৃতি ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের তয় ম্যাচের খেলা হয়েছে।
এ খেলায় ফরিদপুর সদর ফুটবল একাদশ বনাম কুস্টিয়া ফুটবল একাদশ অংশ নেন।
দর্শকদের সমাগমে খেলার মাঠটি কানাই কানাই ভরপুর। উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ খেলা আকর্ষণীয় করে তোলে।
পরিশেষে নির্ধারিত সময়সীমা শেষে ২-১ গোলে এগিয়ে থেকে ফরিদপুর সদর উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করে।
রুপপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলাম, সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা,
এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেদ মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক আসলাম চৌধুরী,ইমরুল চৌধুরী,জিল্লুর রহমান,আল আমিন আশা প্রমুখ উপস্থিত ছিলেন।