নগরকান্দায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 min read
বেলায়েত হোসেন লিটনঃ
ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জুঙ্গুরদী ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরী স্কুলের সামনে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহবুব হোসেন মিয়া, আলমগীর হোসেন বকুল, রইস উদ্দীন চোকদার, ঢাকা উত্তর যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের সহ- সভাপতি হেলাল উদ্দীন হেলাল, সহ- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন ফরিদপুরে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলসহ সকল বিএনপির নেতা কর্মিদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।